ছোট্ট ছেলেকে (Son) নির্মমভাবে হত্যা করল মা (Mother)। গলায় ফাঁস লাগিয়ে নিজের ৪ বছরের ছেলেকে খুন করে মা। শুনে শিউরে উঠলেন তো? তবে এমনই একটি ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর (Kanpur)। যেখানে এক মায়ের হাতে খুন হতে হয় তার ছোট্ট ছেলেকে। মণীষা যাদব নামে ওই মহিলা নিজের ৪ বছরের ছেলেকে খুন করে গলায় ফাঁস দিয়ে। তারপর ছেলের মৃতদেহ শ্বশুরের পাশে শুইয়ে রেখে সেখান থেকে চম্পট দেয় মণীষা। রিপোর্টে প্রকাশ, বিকাশ যাদব নামে  গ্রামেরই এক যুবকের সঙ্গে পালিয়ে যায় মণীষা যাদব। বেশ কয়েকদিন গ্রামের বাইরে থেকে শেষে বিকাশকে নিয়ে ফের গ্রামে ফিরে আসে মণীষা। এরপরই তার কুকীর্তির কথা প্রকাশ পায়। জানা যায়, প্রেমিকের সঙ্গে সংসার করার জন্য মণীষা নিজের ৪ বছরের ছোট্ট ছেলে অনিরুদ্ধকে নির্মমভাবে হত্যা করে। গলায় ফাঁস লাগিয়ে অনিরুদ্ধে মেরে ফেলে মণীষা। এরপর বিকাশ যাদবের সঙ্গে গ্রাম ছাড়ে ওই মহিলা।

আরও পড়ুন: Merchant Navy Officer Killed By Wife: মার্চেন্ট নেভি অফিসারকে খুন করে দেহাংশ টুকরো করল স্ত্রী এবং তাঁর প্রেমিক, খণ্ডিত অংশ ড্রামে ভরে সিমেন্ট পেস্ট করল দুই 'খুনি'

দেখুন প্রেমিকের সঙ্গে পালাতে কী করে মণীষা যাদব...

 

প্রেমিকের টানে ছোট্ট ছেলেকে খুন, গলায় ফাঁস দিয়ে ৪ বছরের খুদেকে হত্যা করে পালাল মা

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)