Maha Shiv Ratri:মহাশিবরাত্রি উপলক্ষে উজ্জয়িনের শ্রী মহাকালেশ্বর মন্দিরে চলছে মহাকালের 'ভস্ম আরতি' (দেখুন ভিডিও)
এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল ভস্ম আরতি।শিবরাত্রির পুণ্য প্রভাতে মহা ধূমধামে পালিত হল সেই রীতি।একটা সময় চিতা থেকে ছাই তুলে এনে এই মন্দিরে হত 'ভস্ম আরতি'।তবে ভস্ম আরতিতে এখন আর ব্যবহার হয় না চিতার ছাই।
আজ শিবরাত্রি, সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত মহাকালেশ্বর মন্দির। ভক্তদের বিশ্বাস শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি রয়েছে এই মহাকালেশ্বর মন্দিরে। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল ভস্ম আরতি।শিবরাত্রির পুণ্য প্রভাতে মহা ধূমধামে পালিত হল সেই রীতি।একটা সময় চিতা থেকে ছাই তুলে এনে এই মন্দিরে হত 'ভস্ম আরতি'।তবে ভস্ম আরতিতে এখন আর ব্যবহার হয় না চিতার ছাই। বিশেষ এই আরতির জন্য গোবর থেকে ছাই তৈরি করা হয়। আরতি শুরুর আগে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় শিবলিঙ্গ। তারপর ছাই ভর্তি একটি থালা লিঙ্গের উপর দোলান মন্দিরের প্রধান পুরোহিত। যার জেরে ছাইয়ে ঢেকে যায় গোটা গর্ভগৃহ।
দেখুন আজ সকালের আরতির দৃশ্য-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)