বিপদ যে বলে কয়ে আসে না, তা এবার ফের প্রমাণিত হল। এবার বৃষ্টির (Rain Water) জল নর্দমায় পড়ে থাকায়, সেখানে পড়ে গিয়ে মৃত্যু হল এক পড়ুয়ার। বৃষ্টির জলে নর্দমা ভর্তি হয়ে গেলে, সেখানে হঠাৎ করে এক পড়ুয়া পড়ে যায়। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে এক পড়ুয়া গোরক্ষপুরের রাস্তায় থাকা একটি নর্দমায় হঠাৎ করে পড়ে যায়। পড়ে গিয়ে তার মৃত্যু হলে, তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তবে মৃতদেহ উদ্ধার রলেও, ততক্ষণে ওই পড়ুয়ার মৃত্যু হয় বলে দেখতে পান আশপাশের মানুষ। যদিও স্থানীয়রা ওই পড়ুয়াকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তবে তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যেতে ওই স্কুল পড়ুয়া (Student Death) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রসঙ্গত দেশের প্রায় প্রত্যেক প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। উত্তর থেকে দক্ষিণ কিংবা পশ্চিম, একাধিক জায়গায় চলছে জোরদার বৃষ্টি। উত্তরপ্রদেশেও এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। আর তার জেরেই স্কুল পড়ুয়ার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসে।
দেখুন নর্দমার জল থেকে কীভাবে উদ্ধার করা হল পড়ুয়ার দেহ...
Onlookers pull out the body of an 8-year-old girl, who fell into a sewer in an inundated road, while returning home from school in Gorakhpur district of Uttar Pradesh. Was rushed to hospital but unfortunately died. pic.twitter.com/PKjZcqZRC6
— Piyush Rai (@Benarasiyaa) August 13, 2025
বৃষ্টির জল ভর্তি নর্দমায় পড়ে আটকে গেল, শেষ মুহূর্তে পড়ুয়ার পা ধরে টেনে তুলে শেষরক্ষা হল না, মর্মান্তিক ভিডিয়ো
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)