উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোন্ডা (Gonda) থেকে এবার একটি ভয়াবহ ভিডিয়ো (Horrific Video) সামনে এল। যেখানে অ্যাম্বুলেন্স থেকে মৃতদেহ (Body Of Man) পড়ে যাওয়ার উপক্রম হল। অ্যাম্বুলেন্সে করে মৃতদেহটি নিয়ে যাওয়ার সময়, সেটি হঠাৎ করে নীচে পড়তে শুরু করে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে স্ট্রেচারে করে মৃতদেহটি শোয়ানো ছিল, সেটি হঠাৎ করে পড়ে যেতে শুরু করে। ওই স্ট্রেচারেই ছিল মৃতদেহ। সেটি অ্যাম্বুলেন্সের দরজা করে নীচে গড়িয়ে পড়ে যেতে শুরু করে। অ্যাম্বুলেন্সের দরজা খুলে যখন মৃতদেহ-সুদ্ধ স্ট্রেচারটি পড়ে যেতে শুরু করে, তা দেখে অবাক হন সেখানে হাজির প্রত্যেকে। এমনকী, রাস্তায় দাঁড়ানো পুলিশ (UP Police) কর্মীরাও হতবাক হয়ে যান। দুরন্ত গতিতে ছুটে চলা অ্যাম্বুলেন্সটিকে এরপর কোনওক্রমে থামানো হয়। অ্যাম্বুলেন্স থামতেই, মৃতদেহটিকে নীচে নামিয়ে, বাড়ির লোকজন রাস্তায় প্রতিবাদ শুরু করেন। যদিও পুলিশের পালটা দাবি, অ্যাম্বুলেন্সের ভিতর থেকে মৃতদেহটিকে ইচ্ছাকৃতভাবে বাড়ির লোকজন ফেলে দেন। রাস্তায় প্রতিবাদ করার জন্যই মৃতের বাড়ির লোকজন ওই কীর্তি করেন বলে পালটা দাবি পুলিশের।
দেখুন অ্যাম্বুলেন্স থেকে কীভাবে নীচে পড়ে যাচ্ছে মৃতদেহ...
In UP's Gonda, a video of body of a man on stretcher being dragged from the rear end of an ambulance has surfaced. Seconds later, the body along with the stretcher was dropped on the road as cops scrambled. Police claim family members did this to protest on the road. pic.twitter.com/AWiX8pMYDL
— Piyush Rai (@Benarasiyaa) August 5, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)