ভারী বৃষ্টিপাতের জেরে রাস্তা ধসে তৈরি হয়েছে বিশাল গর্ত। সেই গর্তের মধ্যেই বাইক নিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন এক ব্যক্তি। বৃষ্টির মধ্যে একেই দৃশ্যমানতা কম। তার মধ্যে আনমনে বাইক চালিয়ে আসতে গিয়ে বিশাল গর্তের মধ্যে পড়ে যান চালক। বাইক নিয়ে সোজা পড়ে যান গর্তের মধ্যে। তবে এযাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। চণ্ডীগড়ের (Chandigarh) সেক্টর-৪৮ এলাকায় মুষলধারে বৃষ্টিপাতের কারণে এমন অঘটন ঘটেছে। বাইক সহ চালককে রাস্তা ধসে তৈরি হওয়া বিশাল গর্তের মধ্যে পড়ে যেতে দেখে ছুটে আসেন স্থানীয় লোকজন। তাঁরা খবর দেন পুলিশে। উদ্ধার কাজের জন্যে দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকল বিভাগের কর্মীরা টেনে তোলেন বাইক চালককে। দড়ি দিয়ে বেঁধে তোলা হয় বাইকটিও। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এলাকাবাসীর অভিযোগ, চণ্ডীগড়ের এমন অবস্থায় আজ পর্যন্ত হয়নি।
ভারী বৃষ্টিপাতের জেরে রাস্তা ধসে বিশাল গর্ত
चंडीगढ़ का ये हाल आज तक नहीं हुआ, @INCChandigarh @BJP4Chandigarh
तमाम विभागों में हो रहे भ्रष्टाचार की शिकायतें विजिलेंस सहित प्रशासक और प्रशाशन को हो रही है,,, लेकिन कारवाई किसी पर नहीं!#Chandigarh #citybeautiful #Rain pic.twitter.com/I77zONnnMd
— Varun Bhatt (@journalistbhatt) June 30, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)