World's Best Whiskey: দুনিয়ার সেরা হুইস্কির খেতাব জিতল বেঙ্গালুরু আমরুত ডিসটিলেরিস, জানেন দাম কত

চলতি বছর দুনিয়ার সেরা হুইস্কি-র প্রতিযোগিতায় খেতাব জিতল বেঙ্গালুরুর কোম্পানি আমরুত। স্বাদ, রঙ সহ বেশ কিছু জিনিসের ওপর ভিত্তি করে দুনিয়ার বিভিন্ন দেশের হুইস্কি পরীক্ষা করে দেখার পর এই খেতাব দেওয়া হয়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

Worlds Best Whiskey Amrut Distilleries: চলতি বছর দুনিয়ার সেরা হুইস্কি-র প্রতিযোগিতায় খেতাব জিতল বেঙ্গালুরুর কোম্পানি আমরুত। স্বাদ, রঙ সহ বেশ কিছু জিনিসের ওপর ভিত্তি করে দুনিয়ার বিভিন্ন দেশের হুইস্কি পরীক্ষা করে দেখার পর এই খেতাব দেওয়া হয়। লন্ডনে আয়োজিত বিশ্ব স্পিরিট চ্যালেঞ্জের (International Spirits Challenge 2024) একটি বিভাগ ছিল বিশ্বের সেরা হুইস্কি বিভাগ।

বেঙ্গালুরুর আমরুত ডিসটিলেরিস (Amrut Distilleries) বিশ্ব হুইস্কি প্রতিযোগিতায় সেরা হুইস্কির খেতাব জেতে। আমরুতের হুইস্কি (৭৫০ মিলিলিটার) ভারতীয় মুদ্রায় মুল্য প্রায় ৪ হাজার টাকা।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)