Prince and Yuvika: করবা চৌথে সন্তান এল কোলে, মেয়ে নাকি ছেলের জন্ম দিলেন প্রিন্স-পত্নী ইউভিকা?

২০১৫ সালে বিগ বস সিজিন ৯-এ প্রতিযোগী হয়ে এসেছিলেন তাঁরা। বিগ বসের ঘরেই তাঁদের প্রেমের সম্পর্কের দানা বাঁধে। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিন্স এবং ইউভিকা।

Prince Narula and Yuvika Chaudhary Welcome Baby Girl (Photo Credits: Instagram)

লক্ষ্মী পুজোর পরে ঘরে হল লক্ষ্মীর আগমন। বিগ বস তারকা প্রিন্স নারুলা (Prince Narula) এবং স্ত্রী ইউভিকা চৌধুরীর (Yuvika Chaudhary) কোলে এল কন্যা সন্তান। কারবা চৌথের ( Karwa Chauth 2024) শুভ মুহূর্তের মাঝে মেয়ের জন্ম দিয়েছেন ইউভিকা। আইভিএফ পদ্ধতির মাধ্যমে বাবা-মা হয়েছেন প্রিন্স এবং ইউভিকা। ২০১৫ সালে বিগ বস সিজিন ৯-এ প্রতিযোগী হয়ে এসেছিলেন তাঁরা। বিগ বসের ঘরেই তাঁদের প্রেমের সম্পর্কের দানা বাঁধে। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিন্স এবং ইউভিকা। তারকা দম্পতি পরিবারে এখন নতুন সদস্য এসেছে।

করবা চৌথে লক্ষ্মীর আগমন... 

 

View this post on Instagram

 

A post shared by Telly Talk (@tellytalkindia)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif