Dunki Song ‘Lutt Putt Gaya’:শাহারুখ ম্যাজিক অব্যাহত, ইউটিউবে মুক্তির এক ঘণ্টার মধ্যেই সুপার হিট ‘লুট পুট গ্যায়া’
‘ভালোবাসার সফরে ৩০ দিনের অপেক্ষা...'
মুম্বই: বছরের শুরুটা হয়েছিল 'পাঠান' দিয়ে। আর সেপ্টেম্বরে 'জওয়ান', দর্শক ও সিনেপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়ে ব্লগ বাস্টার হিট হয়েছে। এবার পালা শাহারুখের নতুন মুভি ডানকির (Dunki)। ছবিটি মুক্তি পাওয়ার আগেই, সুপার হাইপড। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বেশ কয়েকদিন ধরে এমনটাও অনেকে বলছেন – পাঠান ছিল টিজার, আর জওয়ান ছিল ট্রেলর এবার আসছে শাহারুখের আসল মুভি। প্রডিকশান আইয়ের বিচারে বক্স অফিসে পাঠান হাজার কোটির ঘর ছুঁয়ে রেকর্ড গড়েছিল পাঠান, সেই রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে জওয়ান। এবার নাকি ডানকির পালা।
আগামি ২১ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডানকি। তার ঠিক এক মাস আগে ২১ নভেম্বর ডানকির নতুন গান প্রকাশ নিয়ে শাহারুখ খান (Shah Rukh Khan) টুইট করেছিলেন- ‘ভালোবাসার সফরে ৩০ দিনের অপেক্ষা। সেই মতো ২২ নভেম্বর 'লুট পুট গ্যায়া' (Lutt Putt Gaya) গানটি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার ঘণ্টা খানের মধ্যে ইউটিউবে গানটির ভিউ ৯ লাখ ছুঁইছুঁই। বলিউডের অন্যতম নামজাদা পরিচালক রাজু হিরানি পরিচালিত ছবিটির নতুন গানটি লিখেছেন স্বানন্দ কিরকিরে এবং আইপি সিং। সুর দিয়েছেন প্রীতম। গণেশ আচার্যের কোরিওগ্রাফি এবং গায়ক অরিজিৎ সিং-এর গানটি আপনাকে মুগ্ধ করবে।
দেখুন
সাহারুখ খানের টুইট
Tere Dil Mein Tent Lagaunga
Tere Ishq mein Goteh Khaunga
Main toh gaya…
Lutt Putt Gaya
30 days to the journey of Love….#Dunki.#DunkiDrop2 - #LuttPuttGaya song out tomorrow! pic.twitter.com/PSZ65RQwuz
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)