Salman Khan: দ্য-ব্যাং রিলোডেড টুরে সলমনের সঙ্গে তামান্নার নাচ, মুন্নি বদনামে জুটির দুর্দান্ত নাচ

অনুষ্ঠানে সলমনের সঙ্গে আরও যোগ দিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, সোনাক্ষি সিনহা, সুনীল গ্রোভার-সহ আরও অনেকেই।

Salman Khan and Tamannaah Bhatia Dance at Da-Bangg Reloaded Tour 2024 (Photo Credits: X)

লাগাতার গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের হুমকির মুখে পড়ছেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে তাঁকে। তবে নিজের কাজ কিন্তু বন্ধ করেননি অভিনেতা। সদ্যই উড়ে গিয়েছেন দুবাই (Dubai)। সেখানেই রয়েছে তাঁর ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’ (Da-Bangg Reloaded Tour 2024)। শনিবার অনুষ্ঠানের মঞ্চে ভাইজান কোমর দোলালেন অভিনেত্রী তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia) সঙ্গে। সলমনের জনপ্রিয় ছবি 'দাবাং'-এর (Dabangg) গান 'মুন্নি বদনাম'এ (Munni Badnaam) তারকা যুগল নাচলেন জমিয়ে। দুবাইয়ের মঞ্চ থেকে অনুষ্ঠানের ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠানে সলমনের সঙ্গে আরও যোগ দিয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, সোনাক্ষি সিনহা, সুনীল গ্রোভার-সহ আরও অনেকেই।

'দ্য-ব্যাং রিলোডেড টুর' সলমনের সঙ্গে তামান্না নাচ...

 

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now