Nargis Fakhri's Sister Aliya Arrested: প্রাক্তনকে খুন করে জেলে আলিয়া, বোনের গ্রেফতারির পর মুখ খুললেন নার্গিস ফকরি
প্রাক্তন প্রেমিক এবং তাঁর সঙ্গিনীকে খুনের অভিযোগ উঠেছে নার্গিস ফকরির (Nargis Fakhri) বোন আলিয়ার (Aliya Fakri)বিরুদ্ধে। নিউ ইয়র্কের কুইন্সল্যন্ডে নার্গিস ফকরির বোন প্রাক্তন প্রেমিক জেকবসকে পুড়িয়ে মারে বলে অভিযোগ। জেকবসের সঙ্গে তাঁর বর্তমান প্রেমিকা এথিনকেও আলিয়া খুন করে বলে অভিযোগ। যার জেরে নার্গিসের বোন আলিয়াকে গ্রেফতার করে মার্কিন মুলুকের পুলিশ। নার্গিস ফকরির বোনের গ্রেফতারির পর সেই খবর কার্যত দাবানলের মত ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর এবার প্রথম মুখ খুললেন বলিউড নায়িকা। আলিয়ার জন্য নার্গিস যাচ্ছেন বলে ন্তব্য করেন নায়িকা। যে ছবি নার্গিস শেয়ার করেন, সেখানে আলিয়ার সঙ্গে দেখা মেলে বলিউডের আরও এক নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রসঙ্গত নার্গিস ফকরি বর্তমানে হাউজ়ফুল ৫-এর শ্যুটিং এবং তার প্রমোশনে ব্যস্ত। এসবের মধ্যে অভিনেত্রীর বোনের গ্রেফতারির খবর নিয়ে জোর তোলপাড় শুরু হয়ে যায়।
দেখুন আলিয়া ফকরির জন্য কী লিখলেন নার্গিস...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)