বিকিনিতে প্রথমবার বড় পর্দায় কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর প্রথম বলেই ছক্কা হাঁকালেন নায়িকা। মুগ্ধ অনুরাগীরা। ফেরাতে পারছেন না চোখ। মঙ্গলবার সামনে এসেছে 'ওয়ার ২'এর (War 2) টিজার। আর সেখানেই কিয়ারার বিকিনি লুকের কয়েক সেকেন্ডের ঝলক মিলেছে। টিজারে একদিকে হৃত্বিক রোশন (Hrithik Roshan) আর জুনিয়ার এনটিআরের (Jr NTR) ধুন্ধুমার অ্যাকশন আর অন্যদিকে প্রথমবার হৃত্বিকের সঙ্গে রোমান্স কিয়ারার। ওয়ার ২-এর টিজারে কিয়ারার বিকিনি লুক দৃষ্টি আকর্ষণ করেছে নেটবাসীর। কেউ কেউ আবার 'পাঠান'এ (Pathaan) দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বিকিনি লুকের সঙ্গেও তুলনা টেনেছেন। বিকিনিতে দীপিকাকে দশ গোল দিয়েছেন কিয়ারা, এমনটাই মত নেটিজেনের। তবে দুই নায়িকার মধ্যে বিকিনিতে আপনার কাকে বেশি ভালো লাগলো?

বিকিনিতে কিয়ারাঃ

বিকিনিতে দীপিকাঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)