12th Fail Prequel: আইফার মঞ্চ থেকে টুয়েলভথ ফেলের প্রিকোয়েলের ঘোষণা করলেন পরিচালক বিধুবিনোদ

শনিবার আবু ধাবিতে আইফা ২০২৪ এর পুরস্কার বিতরণী মঞ্চ থেকে পরিচালক বিধুবিনোদ চোপড়া টুয়লভথ ফেলের প্রিকোইয়েলের ঘোষণা করেন।

12th Fail Prequel (Photo Credits: X)

বক্স অফিসে লক্ষ্মীলাভ হয়নি ঠিকই, কিন্তু ওটিটিতে মুক্তি পাওয়ার পর বিধুবিনোদ চোপড়ার টুয়েলভথ ফেল ছক্কা মেরেছে। দর্শক থেকে সমালোচক ছবি মন জয় করেছে প্রতিটি মানুষের। একাধিক পুরস্কার এসেছে ছবির ঝুলিতে। এবার আইফা ২০২৪-এর মঞ্চেও পুরস্কৃত হয়েছে টুয়েলভথ ফেল। সেরা পরিচালক, সেরা গল্প (অ্যাডাপ্টেড) এর অ্যাওয়ার্ড এসেছে ছবির ঝুলিতে। শনিবার আবু ধাবিতে আইফা ২০২৪ এর পুরস্কার বিতরণী মঞ্চ থেকে পরিচালক বিধুবিনোদ চোপড়া টুয়লভথ ফেলের প্রিকোইয়েলের ঘোষণা করেন। ঠিক করে ফেলেছেন ছবির প্রিকোয়েলের নামও। ছবি নাম Zero Se Shuruwat।

টুয়লভথ ফেলের প্রিকোইয়েল... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now