কাঁদছেন জন্নত তোহা (Jannat Toha)। হলুদ রঙের সালওয়ার কামিজ পরে বসে চোখের জল ফেলতে দেখা যায় বাংলাদেশের (Bangladesh) এই জনপ্রিয় ইউটি উবারকে। তবে কী কারণে জন্নত তোহা কাঁদছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। জন্নতের ফেসবুক হ্যান্ডেলে যে  ভিডিয়োটি উঠে আসে সেখানে দেখা যায়, চুপ করে চোখের জল ফেলছেন তিনি। কী কারণে বাংলাদেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের চোখে জল, সে বিষয়ে কিছু জানা যায়নি। জন্নতের স্বামী তাঁকে তাঁর কান্না নিয়ে প্রশ্ন করেন। কী কারণে জন্নত কাঁদছেন, তা জানতে চান ইউটিউবারের স্বামী। যা শুনে সামনে থাকা স্বামীকে সপাট চড় মারেন জন্নত তোহা। অর্থাৎ ক্যামেরা দেখে যে তিনি বেজায় বিরক্ত, তা কার্যত স্পষ্ট করে দেন জন্নত তোহা। প্রসঙ্গত এমএমএস কাণ্ডের পর থেকে তুমুল জনপ্রিয়তায় ভাসতে শুরু করেন জন্নত তোহা। যে অশ্লীল এমএমএস জন্নত তোহার ভাইরাল হয়, তা তাঁকে রাতারাতি চরম জনপ্রিয় করে তোলে। ওই ঘটনার পর থেকেই জন্নত তোহার রিলস ভিডিয়ো হোক কিংবা অন্য কোনও ফুটেজ, যা-ই প্রকাশ্যে আসুক না কেন, তা মুহূর্তে ভাইরাল (Viral Video) হয়ে যায়।

আরও পড়ুন: Bangladeshi YouTuber Jannat Toha: এসে গেল জন্নত তোহার নতুন ভিডিয়ো

দেখুন জন্নত তোহার নয়া ভিডিয়ো...

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)