
আবারো নতুন রিল পোস্ট করলেন বাংলাদেশী ইনফ্লুয়েন্সার জন্নাত তোহা। সাদা শাড়িতে একেবারে বাঙালি সাজে। তার সৌন্দর্য ফুটে উঠেছে অভিব্যক্তিতে। 'আয়রে আয় চাঁদ মামা, টিপ দিয়ে যাইরে' বাংলায় জনপ্রিয় এই গানে কোমর দুলিয়েছেন জান্নাত। গানের ছন্দের সঙ্গে সুন্দর এক্সপোজ। এই ভিডিও পোস্ট হতেই আলোড়ন তৈরি হয়েছে। কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পর সোশ্যাল মিডিয়ায় অন্যান্য প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশি ইউটিউবার জন্নাত তোহা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিনই ছবি, রিল পোস্ট করেন তিনি৷ সাধারণত ষ ভ্রমণ এবং নতুন নতুন পোশাক পরে নাচের মতো বিভিন্ন বিষয়ের উপর ছবি, রিল পোস্ট করেন জান্নাত। জান্নাত তোহার ইউটিউব ভ্লগ দৃষ্টি আকর্ষণ করে ফলোয়ারদের, তার ইউটিউব ভ্লগ দেখা বেশি পছন্দ করে অল্পবয়সীরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অগুনতি মানুষ ফলো করে জান্নাত তোহাকে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিল শেয়ার করেছেন জান্নাত তোহা। রিলে দেখতে পাওয়া যাচ্ছে সাদা রঙের শাড়িতে হালকা মেকাপে পোজ দিয়েছেন। হালকা মেকআপ ও খোলা চুলে কোমর দুলিয়ে নাচের রিল করেছেন জান্নাত। এই রিলে খুব সুন্দর দেখতে লাগছে তাকে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি এমএমএস ভিডিও ভাইরাল হওয়ার পর পরিচিতি পেয়েছিলেন জান্নাত তোহা। এই এমএমএস ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হলেও জান্নাত তোহার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠার কারণ এই এমএমএস।
https://www.instagram.com/reel/DIT_FvjPK7V/?igsh=MTVzMTAwaXJyeXlicA==