Singham Again: দশ বছর প্রতীক্ষার পর আসছে অজয় দেবগনের 'সিংহম থ্রি'

এবার আসতে চলেছে পরিচালক রোহিত শেটি, অভিনেতা অজয় দেবগন যুগলবন্দির 'সিংহম' ফ্র্য়াঞ্চাইজির তৃতীয় ভাগ।

Ajay Devgn. (Photo Credits: Twitter)

এবার আসতে চলেছে পরিচালক রোহিত শেটি, অভিনেতা অজয় দেবগন যুগলবন্দির 'সিংহম' ফ্র্য়াঞ্চাইজির তৃতীয় ভাগ। ২০২৪ সালের দিওয়ালিতে রিলিজ করতে চলেছে 'সিংহম এগেন' নামের সিনেমাটি। বাজিরাও সিংহম চরিত্রে ফিরছেন অজয় দেবগন।

২০১১ সালে রিলিজ করেছিল 'সিংহম'। সেই সিনেমা বক্স অফিস কাঁপানোর তিন বছর পর এসেছিল সিংহম রিটার্নস। এবার পালা 'সিংহম এগেন'-এর। চলতি বছর জুলাই থেকে 'সিংহম এগেন'-এর শ্যুটিংয়ের কাজ শুরু হবে। আরও পড়ুন-অস্কার জয় RRR-এর, আবেগে একে অপরকে জড়িয়ে ধরলেন রাম চরণ,জুনিয়র এনটিআর

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now