মির্জাপুর: শনিবার দুপুরে ভয়াবহ (Shocking) ও মর্মান্তিক (Tragic) একটি ঘটনার সাক্ষী হলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুরের (Mirzapur) বাসিন্দারা। সেখানে একটি বাড়িতে দোতলায় দাঁড়িয়ে ১১ হাজার ভোল্ট হাই টেনশন বিদ্যুতের তারে (11,000-volt high-tension wire) হাত দিয়ে জীবন্ত দগ্ধ হয়ে গেলেন ৮০ বছরের এক বৃদ্ধা (Old lady)।
স্থানীয় সূত্রে খবর, বাড়ির দোতলা থেকে জানালা খুলে নাতিকে ডাকতে গেছিল ৮০ বছরের ঠাকুমা। অসতর্কতায় বাড়ির গা ঘেঁষে যাওয়া ১১ হাজার ভোল্ট হাই টেনশন বিদ্যুতের তারে হাত লেগে যায়। আর তাতে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। চোখের নিমিষে বিদ্যুৎপৃষ্ট হয়ে (Electrocution) মৃত্যু (death) ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বৃদ্ধার শরীরকে পুড়তে (Burnt) দেখা যায় বীভৎস ভাবে (Heartbreaking Video)। পরে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral video) হতেই শিউরে উঠছেন নেটিজেনরা। মৃতার আত্মীয়রা শোকপ্রকাশ করার পাশাপাশি এই ঘটনার জন্য বিদ্যুৎ দফতরের গাফিলাতি রয়েছে বলে অভিযোগ করেছেন। আরও পড়ুন: India Coast Guard: সমুদ্রে বিপদে পড়া মৎস্যজীবীদের প্রাণ বাঁচাল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
नोएडा में दिल दहलाने वाली घटना
बालकनी में खड़ी 80 वर्षीय बुजुर्ग महिला हाईटेंशन लाइन की चपेट में आई
देखिए मौत का Live Video pic.twitter.com/a9g6WXI3wf
— Lavely Bakshi (@lavelybakshi) July 29, 2023