Viral: বন্ধুর সামনে লজ্জা, দীর্ঘক্ষণ বাতকর্ম চেপে রেখে হাসপাতালে ভর্তি জনপ্রিয় ইউটিউবার
Brazilian Influencer (Photo Credit: Instagram)

বন্ধু ছিলেন সঙ্গে। যাঁর সঙ্গে ডেট করছেন, সেই বন্ধুর সামনে কীভাবে বাতকর্ম করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না ব্রাজিলের এক ইউটিউবার। ব্রাজিলিয়ান ইউটিউবার (Brazilian Influencer) কীভাবে বন্ধুর সামনে বাতকর্ম (Farts) করবেন, তা বুঝতে পারছিলেন না। সেই কারণে দীর্ঘক্ষণ বাতকর্ম চেপে রাখার ফলে হাসপাতালে ভর্তি হতে হয় ওই ইউটিউবারকে। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই ওই ইউটিউবার জানান,  তিনি লজ্জা পাচ্ছিলেন। সেই কারণে বন্ধুর সামনে কোনওভাবে বাতকর্ম করতে পারেননি।

ব্রাজিলের ওই ইউটিউবার হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই চিকিৎসকরা এ বিষয়ে মুখ খোলেন। চিকিৎসকরা জানান, ভিটোরিয়া দে ফেলিসের পেটে যেভাবে ব্যথা শুরু হয়, তা শুধু বাতকর্ম চেপে রাখার জন্য নয়। ওই ব্রাজিলিয়ান মডেল গ্যাসের সমস্যায় ভুগতে ভুগতে কোনও জটিল অসুখে পড়েছেন বলেই পেটে তীব্র ব্যথা অনুভব করেন।

আরও পড়ুন: Lalit Modi - Sushmita Sen: অবাক কাণ্ড! সুস্মিতার সঙ্গে ললিত মোদীর সম্পর্ক নিয়ে মুখ খুলল বাঙালি কন্যার পরিবার

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যখন ওই ব্রাজিলিয়ান মডেল গোটা গল্প বলেন, তা দেখে কার্যত অবাক হয়ে যান প্রত্যেকে।