Varanasi Shocker: ভাগ্নের বিয়েতে নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়লেন মামা, কড়া নাড়ছিল মৃত্যু

শোকের ছায়া বারানসীর এক বিয়ের অনুষ্ঠানে। বিয়ে বাড়িতে আনন্দ উৎসবে মেতে রয়েছে সবাই। চলছে বেজায় নাচ-গান। ঠিক সেই সময়ে নাচতে নাচতে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন এক ব্যক্তি। তড়িঘড়ি সবাই ছুটে আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ। ভাগ্নের বিয়েতে মৃত্যুকে সঙ্গে নিয়ে এসেছিলেন মামা। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নেটপাড়ায় উঠে এসেছে এমনই নির্মম দৃশ্য।

দেখুন সেই ভিডয়োঃ