Snake Attack Video: পাহাড়ি নদীতে স্নান করছিলেন বন্ধুরা সবাই একযোগে। পাহাড়ি নদী যখন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যায়, ঠিক সেখানে স্নান করছিলেন বেশ অনেকে মিলে। আর তখনই অঘটন। জঙ্গলের মাঝখান থেকে চলে আসে একটি বিশালাকার সাপ এবং সেটি একজনের মাথায় ছোবল (Snake Attack )মারার চেষ্টা করে। বিশাল বড় হা করে ওই পাহাড় প্রমাণ সাপটি যখন এক যুবকের মাথায় আঘাত করে, তিনি তখন বুঝে উঠতে পারেননি কী করবেন। কোনওক্রমে জঙ্গল থেকে নেমে, পাহাড়ি নদীর স্রোত পেরিয়ে অন্যত্র পালিয়ে যান।
সেখানে হাজির অন্য যুবকদেরও দেখা যায়, নদীর জল থেকে চটপট সরে যেতে। কোনওভাবে যাতে সাপের ছোবল খেতে না হয়, তার জন্য সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যান প্রত্যেকে। এবার তেমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হল হু হু করে। যেখানে সাপের ছোবল খাওয়া থেকে কোনওভাবে নিজেদের রক্ষা করে সেখান থেকে চলে যান প্রত্যেকে।
দেখুন বিশালাকার সাপের খপ্পরে কীভাবে পড়ল একটি দল...
View this post on Instagram
বিভিন্ন সময় একাধিক সাপের হামলার ভিডিয়ো এবং ছবি সামনে আসে। তবে এবার যে ছবিটি সামনে এল, সেই অ্যানাকোন্ডার মত সাপ দেখে শিউরে উঠতে শুরু করেছেন অন্তর্জালে থাকা বহু মানুষ।