Video: গণেশ বিসর্জন উৎসবে উর্দিধারী পুলিশের উত্তাল নাচ দেখে অবাক দর্শকরা, দেখুন
গণেশ বিসর্জনের অনুষ্ঠানে হায়দরাবাদে (Hyderabad) এক অন্যরকম দৃশ্য দেখা গেল।
হায়দ্রাবাদ: দুর্গাপুজোয় বাংলার মানুষ যেমন আনন্দে মেতে ওঠে একইভাবে গণেশ পুজোয় আনন্দে মেতে ওঠে দেশের অন্যান শহর। এবার গণেশ বিসর্জনের অনুষ্ঠানে হায়দরাবাদে (Hyderabad) অন্যরকম এক দৃশ্য দেখা গেল। এই বিসর্জন উৎসবে কর্মরত পুলিশ (Police) জনসাধারণের আনন্দের সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নিলেন। বিসর্জন উৎসবে কয়েকজন পুলিশকে মনের আনন্দে উত্তাল নাচতে দেখা গেলো।
দেখুন