জয়পুর, ২২ সেপ্টেম্বর: গাড়ির উপরে উঠে প্রথমে নাচানাচি। পরে গাড়ির ছাদে অশ্লীলতা (Obscene Video)। এমনই একটি দৃশ্য ধরা পড়ল রাজস্থানের (Rajasthan) কোটায় (Kota)। যেখানে পুলিশর গাড়ির ছাদে উঠে এক দম্পতিকে যা করতে দেখা গেল,তা দেখে প্রশাসনের চোখও কপালে উঠবে।
রাজস্থানের কোটায় রাতের অন্ধকারে পুলিশের গাড়ির ছাদে উঠে পড়েন এক তরুণী। এরপর সেই তরুণীকে দেখে তাঁর প্রেমিকও লাফ দিয়ে গাড়ির ছাদে উঠে যান। পুলিশের গাড়ির ছাদের উপর উঠে এরপর শুরু হয় অশ্লীলতা। দুজনে প্রথমে একে অপরকে জড়িয়ে ধরেন। পরে তাঁদের অশ্লীলতার চোটে রাস্তায় হাজির প্রত্যেকে চমকে ওঠেন। পুলিশও কিছু বুঝে উঠতে পারেনি। ওই দম্পতির অশ্লীলতার জেরে আশপাশের মানুষের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়। তাঁদের বার বার গাড়ি থেকে নেমে আসতে বলেও কোনও কাজ হয়নি।
জানা যায়, কোটার বাসিন্দা ওই তরুণী প্রেমিকের জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গেলে, তাঁর পরিবারের তরফে দায়ের করা হয় মিসিং ডায়রি।
অন্যদিকে যে প্রেমিকের সঙ্গে ওই তরুণী পালিয়ে যান, তিনি মদ্যপ (Drunk Youth) অবস্থায় পুলিশের গাড়ির ছাদে উঠে অশ্লীলতা শুরু করেন। প্রায় ২০ মিনিট ধরে টানা ওই তরুণীর সঙ্গে সংশ্লিষ্ট যুবককে প্রকাশ্যে অশ্লীলতা করতে দেখা যায়। যে ভিডিয়ো সামনে আসার পর তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়।
সেই সঙ্গে সংশ্লিষ্ট তরুণর বিরুদ্ধে অপহরণ, অশ্লীলতার মত একাধিক অভিযোগ পুলিশের তরফে দায়ের করা হয়েছে। ভাইরাল ওই ভিডিয়োর প্রেক্ষিতে ওই তরুণের পরিবারের তরফে পালটা কোনও মন্তব্য় করা হয়নি এখনও পর্যন্ত।
আরও পড়ুন: Uttar Pradesh: প্রেমিককে খুনের অভিযোগ, অপমানে আত্মঘাতী ১৮ বছরের তরুণী, তদন্তে নেমেছে পুলিশ
দেখুন পুলিশের গাড়ির ছাদে উঠল চলল অশ্লীলতা....
प्रशासन की मौजूदगी मे ये क्या ड्रामा चल रहा है.#कोटा pic.twitter.com/ynKkoHNtln
— एक नजर (@1K_Nazar) September 21, 2025