ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ কোচিং (Coaching) ইনস্টিটিউটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার (Suicide) চেষ্টা ছাত্রীর। শিক্ষকের তৎপরতায় বাঁচল প্রাণ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan)  জয়পুরের (Jaipur) মহেশনগরে। কী কারণে এই চরম সিদ্ধান্ত? ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ভাইরাল ঘটনার ভিডিয়ো। জানা গিয়েছে, মহেশনগরের কোচিং ইনস্টিটিউটের ছাদে উঠে আত্মহত‌্যার চেষ্টা করেন এক নিট পরীক্ষার্থী। কোচিং-য়ের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। পথ চলতি মানুষজনের নজরে আসে বিষয়টি। তাঁদের চিৎকারেই তড়িঘড়ি ছাদে ওঠেন কোচিংয়ের শিক্ষকরা। তরুণী ঝাঁপ দিতে যাবেন এমন সময় তাঁকে টেনে আনেন এক শিক্ষক। খবর দেওয়া হয় ছাত্রীর বাড়িতে। পরে অভিভাবকেরা এসে ওই তরুণীকে বাড়ি নিয়ে যান।

ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ছাত্রীর প্রাণ বাঁচালেন এক শিক্ষক

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কোচিংয়ের কয়েকটি পরীক্ষায় বসেননি ওই তরুণী। শুক্রবার বিকেলে তাই তাঁর বাড়ির লোকজনকে ডেকে পাঠানো হয়। অভিভাবকেরা কোচিং-এ আসাত পর থেকেই চুপচাপ হয়ে গিয়েছিলেন তিনি। এরপরই সোজা ছাদে উঠে এই চরম পদক্ষেপ করতে যান। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 কোচিং ইনস্টিটিউটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ছাত্রীর প্রাণ বাঁচালেন শিক্ষক, ভাইরাল ভিডিয়ো