Jannat Toha Viral Video: এমএমএস ফাঁস হওয়া বাংলাদেশি ইনফ্লুয়েন্সার জান্নাত তোহা (Jannat Toha) এখন ভাইরাল নেট দুনিয়ায়। প্রেমিকের সঙ্গে নিত্য নতুন রোম্যান্টিক ভিডিয়ো শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন জান্নাত। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। ফ্যাশন, সাজগোজ, ভ্রমন সেই সঙ্গে প্রেমিকের সঙ্গে তাঁর রসায়ন, রোমান্স নানা কিছু কন্টেন্ট নিয়ে ভিডিয়ো বানিয়ে বিপুল সংখ্যক অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ইনফ্লুয়েন্সার।

অথচ চলতি বছরের শুরুর দিকে জান্নাতের একটি এমএমএস ফাঁস হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Jannat Toha Leaked MMS)। যার জেরে বহু কটূক্তি, সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। জান্নাতের ভাইরাল এমএমএস ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। এও শোনা গিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যে নিজের এমএমএদ নিজেই ফাঁস করেছিলেন জান্নাত। সেই সময়ে মানসিক ভাবে ভেঙে পড়লেও হাল ছাড়েননি তিনি। সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার লড়াই চালিয়ে গিয়েছিলেন। নিত্য নতুন কন্টেন্টে ভিডিয়ো বানিয়ে তা পোস্ট করা শুরু করেন জান্নাত। ধীরে ধীরে তাঁর ফাঁস হওয়া এমএমএস ভুলে জান্নাতকে তাঁর কন্টেন্টের জন্যে গ্রহণ করে নেটাগরিক। জান্নাত তোহা ভাইরাল ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সর্বত্র। ক্রমেই বাড়তে থাকে তাঁর অনুরাগীর সংখ্যা। জান্নাত তোহা হয়ে উঠেছেন বহুজনের অনুপ্রেরণা।

জান্নাত তোহার কিছু ইনস্টাগ্রাম রিল দেখে নিন... 

 

View this post on Instagram

 

A post shared by Jannat Toha (@jannat_toha12)

 

View this post on Instagram

 

A post shared by Jannat Toha (@jannat_toha12)

 

View this post on Instagram

 

A post shared by Jannat Toha (@jannat_toha12)

 

View this post on Instagram

 

A post shared by Jannat Toha (@jannat_toha12)