Abdul Basit: পর্নস্টার জনি সিন্সকে কাশ্মীরে দৃষ্টিশক্তি হারানো অত্যাচারিত যুবক বলে টুইট করে লোক হাসালেন প্রাক্তন পাক হাই কমিশনার আব্দুল বাসিত

কাশ্মীর ইস্যুতে ফায়দা তোলার চেষ্টা করতে নেমে সব ঘেঁটে ফেলছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে এক ঘরে করতে গিয়ে ইমরান খান নিজেই চাপে পড়ে গিয়েছেন। একমাত্র চিন ছাড়া কেউ কাশ্মীর নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব দেশ কাশ্মীর ভারতের আভ্যন্তরিন বিষয় বলে পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছে।

আব্দুল বাসিদ ও জনি সিন্স। (Photo Credits: Facebook and Getty)

ইসলামাবাদ, ৩ সেপ্টেম্বর: Ex-Pak Envoy Abdul Basit 'Mistakes' Porn Film Star Johnny Sins For Kashmiri Who Lost His Vision। কাশ্মীর ইস্যুতে ফায়দা তোলার চেষ্টা করতে নেমে সব ঘেঁটে ফেলছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে এক ঘরে করতে গিয়ে ইমরান খান নিজেই চাপে পড়ে গিয়েছেন। একমাত্র চিন ছাড়া কেউ কাশ্মীর নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব দেশ কাশ্মীর ভারতের আভ্যন্তরিন বিষয় বলে পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছে। এমন সময় ভারতের বিরুদ্ধে কাশ্মীর নিয়ে সোশ্য়াল মিডিয়ায় নানা প্রচার চালাচ্ছে পাকিস্তান। এর মাঝেই ভারতে নিয়োজিত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বসিত (Abdul Basit) এক হাস্যকর কাজ করে বসলেন।

পর্নস্টার জনি সিন্সের পর্ন সিনেমার এক দৃশ্য থেকে স্ক্রিনশট তুলে সোশ্য়াল মিডিয়ায় কাশ্মীরে আক্রান্ত মানুষের সঙ্গে তুলনা করেন। সেই পোস্ট লেখা হয়-- ' ইনি (আসলে জনি সিন্স) হলেন অন্ততনাগের ইউসুফ। কাশ্মীরে পেলেট গানের আঘাতে ইনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। সবাই প্রতিবাদে গর্জে উঠুন।'' ভারতে  একসময় পাকিস্তানের প্রতিনিধি থাকা আব্দুল বসিত, সেই পোস্ট রি টুইট করে লোক হাসালেন। বসিতের এই ভুল ধরিয়ে দেন পাকিস্তানের মহিলা সাংবাদিক নায়লা ইনায়াত। আরও পড়ুন-এক বাইকে সওয়ারি ১১ জন, 'যদি হও সুজন- তেঁতুল পাতায় ১১জন' এর ভাইরাল ভিডিওটা দেখুন

দুনিয়ার অন্যতম জনপ্রিয় পুরুষ পর্নস্টার জনি সিন্সকে নিয়ে ভারতে সোশ্য়াল মিডিয়ায় নানা সময় হাস্যকর পোস্ট দেখা যায়। নানা ইস্য়ুতেই জনি সিন্সের মিম ব্যবহার করে হাসিঠাট্টা চলে নেট দুনিয়ায়। তেমনই একটা পোস্ট কেউ হয়তো মজা করেই করেছিলেন। কিন্তু কোনওরকম যাচাই না করে পাক সরকারের প্রতিনিধি বাসিত এই পোস্ট রি টুইট করে দেশকে লজ্জায় ফেললেন। যদিও পরে তিনি তাঁর সেই রি টুইট-টা ডিলিট করে দেন। টুইটারে কোনও জিনিস রি টুইট করা মানে সেটা বাকিদের দৃষ্টি আকর্ষণ করা। আব্দুল বাসিত বোঝাতে চেয়েছিলেন, কাশ্মীরে এখন ভারতীয় যুবকরা আক্রান্ত। ভারতীয় সেনা কাশ্মীরী যুবকদের পেলেট গানে আক্রমণ করছে। কিন্তু এত বড় হাস্যকর একটা বুলে পাকিস্তানের ওজন ক্রমশ কমেছে।