Dhanteras Date 2023: ধনতেরসে কেনাকাটার শুভ সময় কখন? জানুন

বিশ্বাস করা হয় ধনতেরসের দিনে সোনা বা চাঁদি কিনলে সুখ ও সমৃদ্ধি মেলে, এদিন অনেকে নতুন বাসনপত্রও কেনেন।

Dhanteras (File Image)

কলকাতা: কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনত্রয়োদশী বা ধনতেরস পালিত হয়। বিশ্বাস করা হয় ধনতেরসের দিনে সোনা বা চাঁদি কিনলে সুখ ও সমৃদ্ধি মেলে, এদিন অনেকে নতুন বাসনপত্রও কেনেন। এটি ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। ধনতেরাস (Dhanteras 2023) থেকে শুরু হয় দীপাবলি উৎসব। আরও পড়ুন : Diwali Puja Auspicious Time 2023: দীপাবলী উদযাপন কবে? কখন কোন তিথিতে বাড়িতে, দোকানে, অফিসে লক্ষ্মী পুজো করবেন?

ধনতেরসে কেনাকাটার শুভ সময়- 

এবছর ধনতেরস পড়েছে, ১০ নভেম্বর, শুক্রবার। শুভমুহূর্ত বেলা ১২.৩০ মিনিটে পড়ছে। শেষ হবে ১১ নভেম্বর, শনিবার, বেলা ১টা ৫০ মিনিটে। গৃহস্থ জিনিস কেনার শুভ সময় হল দুপুর ২.৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬.৪০ মিনিট পর্যন্ত। ১১ নভেম্বর দুপুর ১.৫৭ মিনিট পর্যন্ত কেনাকাটা করতে পারবেন।