Poila Baishakh 2024: শুভ নববর্ষ, আপনার জন্য রইল পয়লা বৈশাখের একগুচ্ছ শুভেচ্ছা বার্তা
পয়লা বৈশাখ কোনও ধর্মের উৎসব নয় এই উৎসব সমগ্র বাঙালি জাতির, প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।
Shubho Noboborsho: রাত পোহালেই পয়লা বৈশাখ (Poila Baishakh)। বাংলা নববর্ষের (Noboborsho) প্রথম দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত। বাংলা ক্যালেন্ডারের হিসেবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। এই উৎসব কোনও ধর্মের নয় এই উৎসব সমগ্র বাঙালি জাতির। পশ্চিমবাংলা ও বাংলাদেশর মানুষ এদিন মঙ্গল শুভ যাত্রা করেন। এদিন নতুন পোশাক পরে নববর্ষের ব্যানার নিয়ে নাচে গানে মানুষ মঙ্গল শোভাযাত্রা বের করেন। মেয়েরা শাড়ি ও ছেলেরা ধুতি-পাঞ্জাবি বা পাজামা-পাঞ্জাবিতে নিজদের ঐতিহ্য তুলে ধরেন। আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা।