বর্তমানে সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন শর্বরী বাগ (Sharvari Wagh)। শর্বরী বাগ, তাঁর অনবদ্য স্টাইলের জন্য পরিচিত। ফ্যাশন সম্পর্কিত তাঁর পছন্দকে নেট দুনিয়ায় সকলেই প্রশংসা করে। নতুন ফটোশ্যুটে পারদ চড়ালেন শর্বরী। নতুন গ্ল্যামারাস লুক তাঁর ভক্তদের আবারও মোহিত করে দিয়েছে।

ছবিতে অভিনেত্রীক দেখতে পাওয়া যাচ্ছে একটি কাট-আউট পোষাকে। হালকা আলোয় হয়েছে এই ফটোশ্যুট। মোমবাতি হাতে অসাধারণ কিছু ছবি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। প্রতিটি ছবিতে তাঁর অঙ্গভঙ্গি দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। চলুন একনজরে দেখে নি সেই ছবিগুলো...