Sex Tips For First Night (Photo Credit: File Photo)

বিয়ে করেছেন কিংবা প্রেমিক, প্রেমিকার সঙ্গে ডেটের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। সেই সময় যদি একে অপরের কাছাকাছি যদি আসতে চান, তাহলে কোন কোন টিপস (Sex Tips For First Night) ফলো করবেন, তা নিয়ে অনেকেই বিভিন্ন ধ্বন্দে থাকেন। এবার সেই ধ্বন্দ কাটিয়ে ফেলুন মুহূর্তে।

আরও পড়ুন: Foreplay Before Sex: উদ্দাম যৌনজীবনে যোগ করুন ফোরপ্লে, সঙ্গীর সঙ্গে মেতে উঠুন 'সেক্সটিংয়ে'

প্রথম রাতে প্রেমিক বা প্রেমিকার কাছে আসতে কী করবেন 

প্রথম রাতে সরাসরি প্রেমিক বা প্রেমিকার (Sex Time) সঙ্গে ঘনিষ্ঠ হবেন না। প্রথমে ফোরপ্লে-তে জোর দেন।  সঙ্গী বা সঙ্গীনির কাছে আসতে একে অপরের পায়ে সুড়সুড়ি দিন। অথবা শরীরের বিভিন্ন জায়গায় সুড়সুড়ি দিন।

সঙ্গী বা সঙ্গীনির (Sex Tips) সঙ্গে কথা বলুন। ফলে তাঁদের মনোভাব বোঝার চেষ্টা করুন।

যে দম্পতিরা (Couple Sex) একে অপরের প্রতিবেশি মনোযোগ দেন, তাহলে তাঁদের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় বলে মনে করেন মনোবিজ্ঞানীরা।

সঙ্গীনির সঙ্গে একান্ত মুহূর্তে কাটানোর সময়, তাঁর শরীর সম্পর্কে জানুন। আপনি কোন ধরনের স্পর্শ পছন্দ করেন, তা জানতে এবং জানাতে চেষ্টা করুন সঙ্গীকে।

একে অপরের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন

সঙ্গী বা সঙ্গীনির প্রত্যাশা সম্পর্কে জানার চেষ্টা করুন

যৌনতা বা ঘনিষ্ঠতার পরিবেশ তৈরি করুন। যে পরিবেশে একে অপরের কাছাকাছি আসতে পারেন, তেমন পরিবেশ তৈরি করুন।

ঘরের পরিবেশকে তৈরি করুন

আলো নিভিয়ে ঘরের পরিবেশ তৈরি করুন। আলো নিভিয়ে বা হালকা আলো জ্বালিয়ে সঙ্গী বা সঙ্গীনির কাছে আসার চেষ্টা করুন।

এই কাজগুলি করলে তবেই সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে প্রথম রাত আপনার কাটবে নির্বিঘ্নে।