Couple, Representational Image (Photo Credit: Pixabay)

Sex Life Boosting Food: সেক্সে (Sex Life Boosting Food) আগ্রহ কমে যাচ্ছে? সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা কমে যাচ্ছে? তাহলে বেশ কিছু খাবারকে সব সময় মনে করে রাখুন। যে খাবারগুলিতে আবার যৌন জীবন যাপনের ইচ্ছা বৃদ্ধি পায়। নারী, পুরুষ ইভয়ের ক্ষেত্রেই বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যা থেকে আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পেতে পারে। আর এই খাবার বা মশলাগুলি রয়েছে আপনার রান্নাঘরেই। ফলে রান্না ঘর থেকে তুলে নিয়ে চটপট খেয়ে ফেলতে পারেন সঙ্গমের (Sex Life) ইচ্ছা বৃদ্ধি করতে।

আরও পড়ুন: Orgasm In Sex: সেক্সের সময় অরগাজ়ম হচ্ছে না? কোন কোন কারণে যৌনতার মাঝে চরম উত্তেজনা থেকে বঞ্ছিত হচ্ছেন দেখুন

দেখুন কোন কোন খাবার বা মশলা রয়েছে আপনার হাতের কাছে...

নারী এবং পুরুষ উভয়ের যৌন ইচ্ছা বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগতে পারে মেথি পাউডার। প্রতিদিন ১ চামচ করে যদি মেথি পাউডার খেতে পারেন, তাহলে বৃদ্ধি পাবে আপনার যৌন ইচ্ছা।

কেশর খেতে পারেন। দুধে কেশর ভিজিয়ে রেখে প্রতিদিন খান। তাহলে  বাড়বে যৌন ইচ্ছা।

কেশরের সঙ্গে লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে নিয়ে, তা দুধে ভিজিয়ে খান।

তবে যে দুধের সঙ্গে কেশর এবং লবঙ্গ ফোটানো জল মিশিয়ে খাবেন, সে সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই খাবেন। গরুর দুধ নেবেন আর তা যেন প্রাকৃতিক হয়।

কেশর এবং লবঙ্গ ভেজানো জলের সঙ্গে দুধ মিশিয়ে খাওয়ার সময় তার সঙ্গে যোগ করতে পারেন মধুও। এটিও অত্যন্ত উপকারী যৌন ইচ্ছা বৃদ্ধি করতে।

রাতের খাবারের এক ঘণ্টা পর এক চামচ মধু খেয়ে ঘুমোতে যান প্রতিদিন। তাতেও আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পাবে।

রাতের খাবারের পর উষ্ণ গরম  জলে এক চামচ মধু মিশিয়ে খেলেও উপকার পারেন। তবে নৈশভোজের এক ঘণ্টা পর এটি খাবেন।

জাইফলের সঙ্গে লবঙ্গ গুড়ো করে, তা মধুর সঙ্গে মিশিয়ে খেলেও যৌন ইচ্ছা বৃদ্ধি পায়।