Ramadan Moon Sighting 2024: কবে থেকে শুরু হচ্ছে রোজা? ভারতে রমজানের চাঁদ কবে দেখা যাবে জানুন

জেনে নিন ভারত সহ অনানান্য দেশের রমজানের চাঁদ দেখার তারিখ।  

প্রতীকী ছবি (Photo Credit: Instagram)

Ramadan Moon: রমজানের (Ramadan) চাঁদ দেখার অপেক্ষায় রয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। রোজা (Roza) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ইসলামি (Islam) ক্যালান্ডারের (Islamic Calender) নবম মাসটি হল রমজান (Ramadan 2024) মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস কবে শুরু হচ্ছে, পাশাপাশি চাঁদের উপরই নির্ভর করে মাসটি (Ramadan Month) ২৯ দিনের হবে নাকি ৩০ দিনের, চাঁদ দেখেই পালন হয় ঈদ।

এবছর কবে শুরু হচ্ছে রমজান মাস?

এই বছর রমজান মাস ১১ বা ১২ মার্চ থেকে শুরু হতে পারে। চাঁদ দেখার উপরই রমজানের শুরু, তাই রমজানের চাঁদ দেখার পরই সঠিক তারিখ জানা যাবে।

আরও পড়ুন: Mahashivratri 2024: এবছর কবে পড়েছে মহাশিবরাত্রি? জেনে নিন শুভ মুহূর্ত

ভারত ও অন্যান্য দেশে কবে রমজানের চাঁদ দেখা যাবে?

ইসলামি ঐতিহ্য অনুসারে, রমজানের চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরবে তারপরে ভারত এবং কিছু পশ্চিমা দেশে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের একদিন আগে সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যায়। এই বছর সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ১০ মার্চ সন্ধ্যায়। সেইমতো ভারতে ১১ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যাবে। পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য কিছু দেশেও ১১ মার্চ সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাবে।



@endif