Nowruz 2024: নওরাজের সাজ, পার্সি নববর্ষে নয়া আমেজে গুগল ডুডল
পার্সিদের নববর্ষ শুরুর দিনে অর্থাৎ নওরাজে তাঁরা আগুনের উপাসনা করেন বলে জানা যায়। প্রথম পারস্যে বসন্তের সূচনায় এই উৎসবের উদযাপন হলেও, পরে ভারতে তা আসে গুজরাটের সুরাটের ব্যাবসায়ীদের হাত ধরে।
নওরাজ বা নওরোজ (Nowruz) উদযাপন করছে গুগল ডুডল। পার্সি নববর্ষ উদযাপনে সেজে উঠেছে গুগল ডুডল। পার্সি সম্প্রদায়ের মানুষ বেশ ধুমধাম করেই উদযাপন করেন নওরাজ। পার্সি নববর্ষ পালনের অন্যতম শুভ খাবার হল ডিম। তাই নওরাজে ডিমের উপকরণ থাকে এই সম্প্রদায়ের মানুষের পাতে। ইরান, ভারত, আফগানিস্তান, ইউরোপ, আমেরিকায় পালিত হয় নওরাজ। মধ্য এশিয়ার বেশ কিছু দেশে নওরাজ বা নভরাজ পালন করা হয়।
পার্সিদের নববর্ষ শুরুর দিনে অর্থাৎ নওরাজে তাঁরা আগুনের উপাসনা করেন বলে জানা যায়। প্রথম পারস্যে বসন্তের সূচনায় এই উৎসবের উদযাপন হলেও, পরে ভারতে তা আসে গুজরাটের সুরাটের ব্যাবসায়ীদের হাত ধরে। ফলে গোটা বিশ্বের যে সমস্ত প্রান্তে নওরাজ উদযাপিত হয়, তার মধ্যে ভারত অন্যতম। কখনও মার্চে আবার কখনও অগাস্টে এই উৎসব ভারতে পালিত হয়।