Mahavir Jayanti 2024 Messages: শুভ মহাবীর জয়ন্তী, প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা

জৈন ধর্ম বিশ্বাস অনুসারে, মহাবীর একটানা ১২ বছর কঠোর তপস্যা করেছিলেন।

Mahavir Jayanti Messages (File Image)

Mahavir Jayanti: মহাবীর জয়ন্তীর উৎসব জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত বিশেষ । এ বছর মহাবীর জয়ন্তী (Mahavir Jayanti 2024) পালিত হচ্ছে ২১ এপ্রিল। পৌরাণিক মতে মহাবীর জৈন ধর্মের ২৪ তম তীর্থঙ্কর। তিনি কঠোর তপস্যা করে জ্ঞানলাভ করেছিলেন। জৈন ধর্ম বিশ্বাস অনুসারে, মহাবীর একটানা ১২ বছর কঠোর তপস্যা করেছিলেন। নীরব তপস্যা ও জপ করে তিনি নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ লাভ করেছিলেন। মহাবীর জয়ন্তীতে প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।

Mahavir Jayanti Messages (File Image)

 

Mahavir Jayanti Messages (File Image)

 

Mahavir Jayanti Messages (File Image)

 

Mahavir Jayanti Messages (File Image)

 

মহাবীর জয়ন্তীর দিন জৈন ধর্মাবলম্বীরা শোভাযাত্রা, আচার-অনুষ্ঠান ও শোভাযাত্রা বের করেন। এছাড়াও এই দিনে স্বর্ণ ও রৌপ্য কলশ দিয়ে ভগবান মহাবীরের অভিষেকও করা হয়।



@endif