Jashne Eid Milad Un Nabi Ghazal: নবী দিবসের সন্ধ্যায় এই গলজ আপনাকে মুগ্ধ করবে, শুনে নিন ‘ইদ-মিলাদ-উন-নবী’ গজল

নবী দিবস উপলক্ষে আপনার জন্য রইল সেরা কয়েকটি মনোমুগ্ধ করা গজল, শুনে নিন...

Eid Milad Un Nabi Ghazal (File Image)

Eid Milad Un Nabi Ghazal: ‘ইদ-মিলাদ-উন-নবী’ ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদের (Prophet Muhammad) জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলিতে এই দিনটি আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। ইসলামি ক্যালেন্ডার অনুসারে রবিউল-আওয়াল মাসের ১২ তারিখ হজরত মহম্মদ জন্মগ্রহণ করেছিলেন। ২০২৪ সালে দিনটি পড়বে ১৫ বা ১৬ সেপ্টেম্বর। চাঁদ দেখার উপর নির্ভর করবে উৎসবের দিনটি কবে পড়ছে। এদিন গজল গেয়ে ও শুনে নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন ইসলাম ধর্মাবলম্বীরা গজল গেয়ে নবীজির মাহাত্ম্য ও সমাজে তাঁর জীবনের গুরুত্ব সুন্দরভাবে উপস্থাপন করেন, শুনে নিন মুগ্ধ করা কণ্ঠে গাওয়া কয়েকটি গজল-

এই গলজ আপনাকে মুগ্ধ করবে- 

শুনে নিন মুগ্ধ করা গজল -

নবী দিবসের গজল