Vishwakarma Puja 2024: শুভ বিশ্বকর্মা পুজো, জেনে নিন পুজোর শুভ সময়
বিশ্বকর্মা পুজো মূলত কন্যা সংক্রান্তির দিনে পালন হয়...
Vishwakarma Puja: আজ বিশ্বকর্মা পুজো। প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) উদযাপন হয়। বিশ্বকর্মা পূজা কন্যা সংক্রান্তির সঙ্গে মিলে যায়, যা বাংলা ক্যালেন্ডারে ভাদ্র সংক্রান্তি নামেও পরিচিত। বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তির দিনে পালিত হয় এই বছর কন্যা সংক্রান্তির সময়টি ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে শুরু হয়েছে।
বিশ্বকর্মা পুজো শুভ সময়
গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে বিশ্বকর্মা পুজো ৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার। তিথি (ভাদ্র শুক্লপক্ষ) চতুর্দশী সকাল ১১টা ৪ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত।
প্রচলিত বিশ্বাস অনুসারে, ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তখন বিশ্বকর্মা এটিকে সজ্জিত ও সুন্দর করার কাজ করেছিলেন। এই ভক্তির অনুভূতি নিয়েই যে কোনো কাজের নির্মাণ ও সৃষ্টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশ্বকর্মা জয়ন্তী পালন করেন মহা আড়ম্বরে। বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। বিশ্বকর্মা পুজোর দিন বাংলার আকাশে আকাশে উড়বে রংবেরঙের ঘুড়ি।