রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেদ্র মোদী (Photo Credits: PTI and Pixabay)

নয়া দিল্লি, ২ সেপ্টেম্বর:  Ramnath Kovind, Narendra Modi and Other Ministers Greet to Nation on this Ganesh Chaturthi 2019: আজ শুভ গণেশ চতুর্থী উৎসব (Ganesh Chaturthi)। আজ থেকে শুরু হল সিদ্ধিদাতা গণেশের আরাধনা। মহারাষ্ট্র তথা মুম্বইয়ে এটি বড় উৎসব হলেও প্রতিটি রাজ্যে ছোটবড় সবরকমভাবে পালিত হচ্ছে গণেশ উৎসব। টানা ১০ দিন পর্যন্ত চলে এই উৎসব। দশমীর পর জাঁকজমকভাবে বিসর্জন হয়। এই উৎসবে সবাই গণেশ মূর্তি কিনে তাঁর আরাধনা করা হয়। বাড়িতে, পাড়ায়, মণ্ডপে গণেশ উৎসব পালিত হয়। গণেশ পুজোর এই শুভ মুহূর্তে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া অন্যান্য নেতামন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে জানান,

 

'আমি দেশবাসীকে গণেশ চতুর্থীর এই শুভদিনে সবাইকে হার্দিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ ভগবান গণেশের জন্মোৎসব পালন করা হয়। ভগবান শ্রী সিদ্ধিবিনায়ক গণেশকে জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে গণ্য করা হয়' বলে টুইট করেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তিনি আরও জানান, হিন্দুমতে গণেশ দেবতাকে সমস্ত দেবতাদের আগে স্মরণ করা হয়। তাঁর আরাধনা করলে সমস্ত বাধা , বিপত্তি দূর হয় এবং কাজে সফলতা আসে। কামনা করি এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের দেশ শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।' আরও পড়ুন, ২ সেপ্টেম্বর, ২০১৯ রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য

 

প্রধানমন্ত্রী নরেদ্র মোদী টুইটে জানান, 'সকল দেশবাসীকে গণেশ চতুর্থীর অনেক শুভকামনা। গণপতি বাপ্পা মৌরিয়া। গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে ভগবান সবাইকে আশীর্বাদ করুক।'

 

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি টুইট করেন,

 

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইট করেন,

 

এছাড়াও আরো অনেক রাজনৈতিক নেতানেত্রী, মন্ত্রীরা আজকের শুভ উৎসবে শুভেচ্ছা আদানপ্রদান করে দেশবাসীর মঙ্গলকামনা করেন।