Sex, Representational Image (Photo Credit: File Photo)

Sex Life: সেক্স লাইফে (Sex Life) আনুন আরও উত্তেজনা। সঙ্গীর কাছাকাছি আসুন আরও তীর বেগে। যৌন জীবনে আরও উত্তেজনা নিয়ে আসতে কী করবেন বুঝে উঠতে পারছেন না, তাহলে নিজের খাবারের (Food For Good Sex Life) তালিকায় বেশ কয়েকটি জিনিস যোগ করুন। যাতে আপনার জীবন দুরন্ত গতিতে ছুটে চলে। সেক্স লাইফে গতি আনতে কী কী খাবেন, কেমনভাবে খাবেন, তা জানুন ভালভাবে।

আরও পড়ুন: Sex Life: দুরন্ত যৌন জীবন চান? 'সেক্স লাইফে' জোয়ার আনতে আজ থেকেই শুরু করুন এই কাজগুলি

যৌন জীবনে উত্তেজনা পেতে খাবারের তালিকায় কী কী সংযোজন করতে পারেন দেখুন...

ডার্ক চকোলেট রাখুন খাবারের তালিকায়। ডার্ক চকোলেট খেলে আপনার যৌন জীবন দৌঁড়বে।

কুমড়োর বীজ খান। নিয়মিতভাবে খাবারের তালিকায় রাখুন কুমড়োর বীজ। অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা থ্রি অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম রয়েছে কুমড়োর বীজে।

তরমুজ খান নিয়ম করে। যৌন অঙ্গে রক্ত চলাচল সঠিক রাখে তরমুজ। প্রতিদিনের এই ফলে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে। যা সেক্স লাইফে অত্য়ন্ত কার্যকর।

সেক্স লাইফে দৌঁড়তে কলা খান বেশি করে। ভিটামিন বি-তে পরিপূর্ণ এই কলা। সেই সঙ্গে রয়েছে পটাসিয়ামও। যার জেরে আপনার যৌন জীবন দাঁড়াবে বই থামবে না।

বেশি করে ক্যাপসিয়াম খান। রক্ত চলাচল ভাল রাখে এই ক্যাপসিকাম। তাই সেক্স লাইফে ক্যাপসিকাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্ট্রবেরি খান প্রতিদিন। হরমোন, অক্সিটোসিন ভর্তি এই স্ট্রবেরিতে। যার জন্য আপনার যৌন অঙ্গ ভাল থাকে বলে জানা যায়।

সবজির মধ্যে বিট খান প্রতিদিন। বিট খেলে যেমন হিমোগ্লোবিন বাড়ে শরীরে, তেমনি শক্তিও বৃদ্ধি পায়। তাই যোন জীবনে চনমনে থাকতে নিয়ম করে বিট খান।