রাখি বন্ধন উৎসব ২০২৫ (File Photo)

আগামী অগস্ট রাখি পূর্ণিমা(Rakhi Purnima) এইদিনটি ভাই-বোনের অটুট বন্ধনের প্রতীক এদিন দিদি বা বোনেরা ভাই বা দাদার হাতে রাখি বেঁধে তাদের মঙ্গল কামনা করেন প্রতিবছর রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রার পর পালন করা হয়। বলা ভাল, ঝুলনের পরের পূর্ণিমা (Purnima)তিথিতেই পালিত হয় রাখি বন্ধন রাখির দিনে একটা শুভ সময় থাকে প্রতিবার ওই সময় রাখি পরানোকে শুভ বলে মনে করা হয় তাহলে এবার জেনে নিন কখন পড়েছে সেই সময়

ভদ্রকালের সময় কখন?

চলতি বছর ভদ্রকাল অগস্ট দুপুর ২টো ১২ মিনিটে শুরু হবে। ৯ অগাস্ট দুপুর ১টা ৫২ মিনিটে শেষ হবে।

রাখির শুভ সময় কতক্ষণ থাকবে?

ভোর ৫টা ৪৭ থেকে দুপুর ১টা ২৪ পর্যন্ত রাখি পরানোর শুভ সময় থাকছে

শুভ সময়ে রাহু কাল কখন?

অগস্ট সকাল ৯টা ০৭ মিনিট থেকে ১০টা ৪৭ মিনিট পর্যন্ত থাকবে।

শাস্ত্র মতে এই সময় অর্থাৎ রাহু কালে কোনও কাজ সফল হয় না তাই এই সময় রাখি পরানো উচিত নয়