কলকাতা: গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি (arrangements) সম্পূর্ণ। বুধবার সেকথা জানিয়ে কোনওরকম গুজবে (rumor) কান না দিয়ে তীর্থযাত্রী ও পুণ্যার্থীদের (pilgrims) কাছে সরকারি নির্দেশ মানার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "গঙ্গাসাগর মেলার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। গঙ্গা আরতি (Ganga aarti), অ্যাম্বুল্যান্স (Ambulance) ও দমকল (fire brigade) বিষয়ক প্রস্তুতির সমস্ত কাজও শুরু হয়ে গেছে। আমি সমস্ত পুণ্যার্থীদের কাছে শান্তি (peace) বজায় রাখার আবেদন জানাচ্ছি। কোনও রকম গুজবের (rumor) দ্বারা প্রভাবিত হবেন না। অপ্রীতিকর পরিস্থিতি (untoward incident) এড়াতে শুধুমাত্র মাইকের মাধ্যমে প্রচারিত সরকারি ঘোষণা (govt announcements) মেনেই চলুন।" আরও পড়ুন: Gangasagar Mela 2023: গঙ্গাসাগরের প্রচারে হিন্দি, বাংলা ও ইংরেজির ভাষার ব্যবহার, বিজ্ঞপ্তি ঘোষণা সরকারের
All arrangements made for Gangasagar Mela. Work has begun for Ganga aarti. Ambulance, fire brigade also arranged. I request all pilgrims to maintain peace, not be misled by any rumour & only listen to govt announcements on mic to avert any untoward incident: WB CM Mamata Banerjee pic.twitter.com/skyhCV7UXD
— ANI (@ANI) January 11, 2023