Subho Bijoya Dashami 2024 Wishes:‘আসছে বছর আবার হবে’- বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান শুভেচ্ছা, রইল লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা

পঞ্জিকা বলছে, দশমী পড়ে গিয়েছে। অর্থাৎ চারদিন মর্ত্যে কাটিয়ে সপরিবারে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। সেই মন খারাপের মধ্যেই নিজের প্রিয়জনদের জানান বিজয়া দশমীর শুভেচ্ছা।তবে দেবী দুর্গার নিরঞ্জনের আগে কিন্তু শুভেচ্ছা জানাবেন না।