Sharad Navaratri Day 1 2024:আজ থেকে শুরু শারদীয়া নবরাত্রি, প্রথম দিনে পূজিত হবেন মাতা শৈলপুত্রী

Devi Shailaputri Photo Credit: X

আজ( ৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে শারদ নবরাত্রি।এবার নবরাত্রি ৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পালিত হবে।  আশ্বিনের শুক্লপক্ষে ৯ দিনের এই উত্সবটিতে আদি শক্তি মা দুর্গার ৯টি রূপকে পূজা করা হয়। এই নয়টি রূপ হল, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। নবরাত্রির প্রথম দিন মা শৈলপুত্রীর পুজো হয়।

মা শৈলপুত্রী

নবরাত্রির প্রথম দিনে দুর্গার প্রথম রূপ শৈলপুত্রীর উপাসনা ও পূজা করা হয়। শৈল মানে হিমালয় এবং শৈলপুত্রী অর্থাৎ পর্বত-কন্যা। পর্বত রাজ হিমালয়ের কন্যা রূপে এদিন পুজো করা হয় দেবীকে।

মা শৈলপুত্রী শ্বেতবস্ত্র পরিহিতা। শৈলপুত্রীর বাহন নন্দী । তাঁর বাহনের কারণে বৃষভরুহদা নামেও পরিচিত হন দেবী। মায়ের ডান হাতে একটি ত্রিশূল এবং বাম হাতে একটি পদ্ম রয়েছে। মায়ের এই রূপটি একদিকে স্নেহ, মমতা, স্নেহ এবং ধৈর্যের প্রতীক। অনেকে মনে করেন, নবরাত্রির প্রথম দিনে রীতি অনুসারে শৈলপুত্রীর আরাধনা করলে মনের মতো জীবনসঙ্গী মেলে। সংসারে শান্তি থাকে। যশ ও মোক্ষ লাভ করা যায়।

নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর ভোগে গাভীর ঘি দেওয়া হয় । ঘি দিয়ে রান্না করা প্রসাদ দেবীকে অর্পণ করা হয়। এর ফলে দেবীর কৃপায় স্বাস্থ্য ভালো থাকে ও রোগ ব্যাধি দূরে থাকে বলে বিশ্বাস করা হয়।