Radha Ashtami Date: কৃষ্ণের পর তাঁর প্রাণপ্রিয় রাধার জন্মদিন! জেনে নিন কবে রাধাষ্টমী?

রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ, মধুর সম্পর্ক স্মরণ রাখতে জন্মাষ্টমীর পাশাপাশি রাধাষ্টমীও পালন করেন কৃষ্ণ ভক্তরা।

Radha Ashtami (Photo Credit: X)

কৃষ্ণের জন্মদিন তো চলে গেল, কিন্তু তাঁর প্রাণপ্রিয় রাধার জন্মদিন কবে? কৃষ্ণের জন্মের ১৫ দিন পরে রাধার জন্ম হয়। শ্রীকৃষ্ণ ও রাধারা প্রেমের সম্পর্ক স্মরণ রাখতে জন্মাষ্টমীর পাশাপাশি রাধাষ্টমীও  (Radha Ashtami) পালন করেন কৃষ্ণ ভক্তরা। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। কৃষ্ণের নাম নেওয়ার আগে নেওয়া হয় রাধার নাম তাঁদের প্রেমগাঁথা অমর হয়ে আছে। রাধার জন্মস্থান হল মথুরার বারসনা। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোল আলো করে এসেছিলেন রাধা। আগামীকাল অর্থাৎ ১১ সেপ্টেম্বর, বুধবার রাধাষ্টমী। রাধাষ্টমী বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে উল্লেখযোগ্য একটি দিন।

তিথি কখন শুরু ও শেষ জেনে নিন- 

এই বছর রাধাষ্টমী তিথি শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর রাত ১১টা ১১ মিনিটে। আর শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৬ মিনিটে।