kharchi Festival 2024: খয়েরপুর চতুর্দশ দেবতাবাড়িতে আজ শেষ ৭ দিনের খার্চি পূজা, সকাল সকাল শেয়ার করুন শুভেচ্ছা বার্তা

আজ খার্চি পুজো, ত্রিপুরার বুকে পরিচিত এই উৎসব খার্চি চতুর্দশ দেবতা পুজো নামেও প্রসিদ্ধ।  ১৭৬০ খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে শুরু হয় চতুর্দশ দেবতার পুজো। এটি ত্রিপুরার রাজাদের কুল দেবতার পুজো ও মেলা হলেও ১৯৪৮ সালের ১৫ অক্টোবরের পর মেলার সমস্ত দায়িত্ব নেয় রাজ্য সরকার। সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গেই প্রতিবছর পালন করা হয় এই পুজো২০২৪ সালে, খার্চি পুজো পালন করা হবে আজ। এই উৎসব উপলক্ষে দেওয়া হয় একদিনের সরকারি ছুটি।

 

kharchi Puja 2024, kharchi Puja Date, Kharchi Puja, Kharchi Puja mythology, Kharchi Puja history ,Kharchi Puja 2024, ত্রিপুরার বিখ্যাত পুজো, ১৪ দেবদেবীর পুজো, খার্চি পুজো ,খার্চি পুজোর দিনক্ষণ, খার্চি পুজোর পৌরাণিক কাহিনী ,খার্চি পুজোর ইতিহাস