Islamic New Year 2022 Wishes: হিজরি নববর্ষ ১৪৪৪ ও মহরম উপলক্ষে বন্ধুবান্ধব, পরিজন, আত্মীয়স্বজনদের Message, WhatsApp Stickers, Messenger-র মাধ্যমে শেয়ার করে নিন এই শুভেচ্ছাপত্রগুলি
ইসলামি হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস পবিত্রতম মাসগুলির একটি। প্রসঙ্গত, প্রাক্-ইসলাম পশ্চিম এশিয়াতেও কিছু কিছু মাসকে পবিত্র বলে মনে করা হত এবং সেই সব মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল। ইসলামী বিধিবিধান প্রতিপালন ও পরিকল্পিত সন গণনার প্রয়োজনেই মূলত হিজরি সনের (Hijri Year) উদ্ভব ঘটে। জীবন সময়ের সমষ্টি। সময়কে মানুষের প্রয়োজনে ব্যবহারোপযোগী করে মহান আল্লাহতায়ালা প্রাকৃতিকভাবে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। যেমন-দিন, রাত,মাস, বছর ইত্যাদি। বছরকে আমরা সাল বা সন বলি। বছর শব্দটির মূল হলো বরস যা একটি উর্দু শব্দ। সাল শব্দটি ফারসি এবং সন শব্দটি আরবি। বাংলায় বর্ষ, বৎসর ও অব্দ ব্যবহৃত হয়।
মহরম (Muharram) ও হিজরি ১৪৪৪ নববর্ষ (Hijri New Year 1444) উপলক্ষে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। পরিবার, পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে শুভেচ্ছা জানিয়ে এই শুভেচ্ছাপত্রগুলি পাঠান।