Independence Day 2024 Wishes: স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে অভিনন্দন জানিয়ে শেয়ার করে নিন WhatsApp Stickers, Facebook Messages, SMS, GIF, Wallpapers আর Quotes গুলি

ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করতে দীর্ঘ সংগ্রামের পাশাপাশি বিপ্লবী এবং সাহসী মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। প্রায় ২০০ বছর ব্রিটিশদের অধীনে থাকার পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভারত স্বাধীন হয়েছিল।এই স্বাধীনতার জন্য আমাদের দেশের অনেক মুক্তিযোদ্ধা শুধু আন্দোলনই করেননি, অনেকে প্রাণও উৎসর্গ করেছিলেন, যাতে সমস্ত দেশবাসী স্বাধীনতার মুক্ত বাতাসে শ্বাস নিতে পারে।তাই , তাই সবাই এই দিনটিকে উত্সবের মতো পূর্ণ উদ্যম এবং উত্সাহের সাথে উদযাপন করে।

রাত পোহালেই শুরু হবে উদযাপন। তাঁর আগে শেয়ার করুন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা।

 



@endif