Durga Puja 2024: বাঙালির দুর্গাপুজোতে আকাশবাণীর মহিষাসুরমর্দিনী মানেই নস্টালজিয়া, এবার তাকেই থিমে রূপদান কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির (দেখুন ভিডিও)
কলকাতায় বেতার কেন্দ্রের প্রথম ঠিকানা দেখতে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। মণ্ডপের আকৃতি সাবেক রেডিও সেটের মতো।আর ভিতরে নোটিস এবং অজস্র ছবির মাধ্যমে অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে রেডিওর সেকাল এবং একাল।
পুজো মানেই নস্টালজিয়া। পুজো এমন এক আবেগ যা চিরন্তন হয়েও চির নূতন। বঙ্গ জীবনে ঠিক একই রকম ভূমিকা রেডিওর। আর রেডিও ছাড়া বাঙালির দুর্গা পুজোর শুরুটা তো রেডিওকে ছাড়া ভাবাই যায়না। এই ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে উত্তর কলকাতার অন্যতমজনপ্রিয় পুজো কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাঁদের থিম সাজিয়েছে। তাদের এবারের ভাবনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সাবেক ঠিকানা ১ নম্বর গারস্টিন প্লেস। এছাড়া সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে মান্না দে, সুপ্রিতি ঘোষ থেকে শুরু করে প্রভাবতী দেবী পর্যন্ত যেসব শিল্পীদের নাম কলকাতা বেতারের ইতিহাসের সঙ্গে অঙ্গঙ্গি ভাবে জড়িত তাদের সকলকেই শ্রদ্ধা জানানো হয়েছে অসামান্য শিল্প ভাবনায়।
Tags
2024 Durga Pujo
২০২৪ এর দুর্গা পুজো
Durga Puja
Durga Puja 2024
Durga Puja Pandal
Durga Puja Theme
Durga Puja Theme Artist
Durga Puja Theme Maker
Durga Pujo
Sharadiya 2024
দুর্গা পুজো
দুর্গাপুজো ২০২৪
দুর্গাপুজোর থিম বাহার
পূজার পাঁচ কাহ্ দুর্গাপুজো থিম
পূজো আসছে
প্রতিমা শিল্পী
মন্ডপ
রুপকার
শারদ আনন্দ
শারদীয় দুর্গোৎসব ১৪৩১
শারদীয়া ২০২৪
শারদোৎসব
শারদোৎসব ২০২৪
আলোকসজ্জা
থিম
২০২৪ থিম শিল্পী
দুর্গা পুজো দুর্গাপুজো ২০২৪
পূজার পাঁচ কাহন
দুর্গাপুজো
থিম পূজো
শুভ দেবীপক্ষ
দুর্গাপুজো থিম
Debi Paksha
মহা সপ্তমী
মহা সপ্তমীর শুভেচ্ছা
মহা সপ্তমীর শুভেচ্ছা বার্তা
মহা সপ্তমীর শুভেচ্ছা সচিত্র বার্তা