Bijaya Dashami 2022 Date in Kolkata: কবে কখন শুরু হবে দশমী তিথি? সেই অনুযায়ী পালন করুন উৎসবের শেষ দিন
প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিটি বিজয়া দশমী নামে পরিচিত। এদিনই রাবণ বধ করেছিলেন রাম।
আর কিছু সময়ের অপেক্ষা নবমী নিশি পোহালেই আসবে বিজয়া দশমী তিথি। অসত্যের ওপর সত্যের জয়ের উৎসব বিজয়াদশমী। প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিটি বিজয়া দশমী নামে পরিচিত। এদিনই রাবণ বধ করেছিলেন রাম। তাই এই তিথি দশহরা নামেও পরিচিত। বিজয়া দশমী পালনের পাশাপাশি এদিন রাবণ দহনও করা হয়।
বিজয়াদশমীর তিথি-
১৭ আশ্বিন ৪ অক্টোবর দুপুর ২টো ২০ মিনিট থেকে দশমী (Vijay Dashami 2022) তিথি শুরু হয়ে গিয়েছে। আগামিকাল ১৮ আশ্বিন ৫ অক্টোবর দুপুর ১২টায় দশমী তিথি ছেড়ে যাবে। ৫ অক্টোবর উদয়া তিথি থাকায় বুধবারই বিজয়া দশমী পালিত হবে। সনাতন ধর্মে যে কোনও উৎসব উদয়া তিথিতে পালন করার প্রথা রয়েছে। তাই এ বছর দশমী ৫ অক্টোবর পালিত হবে।
পঞ্জিকা মতে-১৮ আশ্বিন ইং ৫ অক্টোবর বুধবার- সূঃ উঃ ৫।৩৩, অঃ ৫।১৯ পূর্বাহ্ণ ৯।২৮ দশমী দিবা ১১। ১১ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক- চরলগ্নে ও চরণেবাংশে কিন্তু কালবেলানুরোধে দিবা ৮।৩০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা, বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।