বলিউডের বোল্ড অভিনেত্রী পুনম পান্ডে তার বোল্ড স্টাইল এবং গ্ল্যামারাস ছবির জন্য শিরোনামে থাকেন সবসময়। ফের একবার নিজের হটনেস দিয়ে উত্তপ্ত করে তুলেছেন সোশ্যাল মিডিয়া। সম্প্রতি পুনম পান্ডে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন হট ছবি। এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে চুল বেঁধে রেখেছেন এবং উজ্জ্বল মেকআপ করেছেন পুনম।
কালো বিকিনি পরে খুব হট এবং স্টাইলিশ লাগছে পুনমকে। পিছনে জলন্ত মোমবাতি পুনমের লুককে আরও হট করে তুলছে। ছবিতে পুনম খুবই সেক্সি পোজ দিয়েছেন, যা দেখে ভক্তরা চোখ সরাতে পারছেন না। পুনমের এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে এই পোস্টে।