
শাড়িতে অপরূপা মোনালিসা (Monalisa)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নতুন ফটোশুটের ছবি। মোনালিসা বা ঝুমা বৌদি (Jhuma Boudi) ঐতিহ্যবাহী শাড়িতে লুক দিয়েছেন। এই ছবিতে তাঁকে দেখে বাঙালী বধূর রূপ ফুটে উঠেছে। হালকা আকাশি রঙের বেনারসি শাড়ি এবং মিলিয়ে বানানো লম্বা হাতার ব্লাউজে। তাঁর সাজসজ্জা, পরিপাটি চুলের খোঁপা, স্নিগ্ধ মেকআপ এবং নাকে নথ । সব মিলিয়ে বাঙালী নারী।
সাধারণত হট ও সেক্সি ছবি ও ভিডিও শেয়ার করেন মোনালাসা। সাহসী লুকে আসেন সামনে। কিন্তু এই ছবি অন্য কথা বলছে। তিনি সব কিছুতেই সেরা সেটা প্রমাণ করেছেন। ছবিতে তাঁর আত্মবিশ্বাসী ভঙ্গিমা ও হাসি দর্শকদের মুগ্ধ করেছে। তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন, বরং ফ্যাশন আইকন হিসেবেও পরিচিত নাম। স্থান
এই ফটোসেটটি ইতিমধ্যেই অসংখ্য লাইক, কমেন্ট ও শেয়ার পেয়েছে। ভক্তরা মোনালিসার মোহময়ী রূপ দেখে মুগ্ধ।