অভিনেত্রী মোনালিসা (Monalisa) বা ঝুমা বৌদি (Jhuma boudi)  ক্যামেরার সামনে আসা মানেই নতুনত্ব। ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।  আবারও ঝড় তুললেন ইনস্টাগ্রামে তাঁর নতুন রিল ভিডিওর মাধ্যমে। হিমেশ রেশমিয়ার জনপ্রিয় হিন্দি গান "আপ কি কসম" এর তালে তালে নাচতে দেখা গেল তাঁকে। সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের ক্রপ টপ ও স্কার্ট পরে নজরকাড়া স্টাইলে ধরা দিলেন।    চুলের স্টাইল ও শরীরের মুভমেন্টেএ ফুটে উঠেছে সেক্সি লুক ।  ইতিমধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে গেছে। অনুরাগীদের মন কেড়েছে এই ভিডিও । প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা ।

মোনালিসার ছবি মানেই হট লুক। অভিনেত্রী মোনালিসা বা ঝুমা বৌদি (Jhuma boudi) সোশ্যাল মিডিয়ায়  এই ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। বড় বা ছোট পর্দাতে মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi) দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। ভোজপুরি অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। এই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি (Jhuma boudi) নামেও খুব জনপ্রিয় অন্তরা।