সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুণ অ্যাকটিভ অভিনেত্রী মোনালিসা (Monalisa)। যিনি ঝুমা বৌদি (Jhuma Boudi) নামেও পরিচিত । তিনি শুধু অভিনয় নয়, নাচ ও ফ্যাশনেও নিজের ফলোয়াড়দের মুগ্ধ করে থাকেন। হট ও সেক্সি লুকে ধরা দেন।  নতুন ছবিতে  তাকে দেখা যাচ্ছে সুপার কনফিডেন্ট ও গ্ল্যামারাস লুকে। খোলা চুল, বোল্ড মেকআপ, ক্রপ টপ আর ট্রাউজার পরা এই লুকে তাকে লাগছে একেবারে হট ও সিজলিং।

মোনালিসার এই ছবিতে এক্সপ্রেশনের ছোঁয়ায় প্রতিটি স্টেপ যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। নাচের মুভমেন্ট, শরীরী হাবভাব, এবং ক্যামেরার সঙ্গে তার চোখের সংলাপ নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

পোস্ট হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই লাখ লাখ ভিউ, হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে। ভক্তরা কমেন্টে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

ঘরের ব্যাকগ্রাউন্ডে সাদামাটা মোনালিসাসেটআপ থাকলেও মোনালিসার উপস্থিতি এবং আত্মবিশ্বাসই আলাদা করে নজর কেড়েছে।

জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা, যিনি তার সাহসী লুক ও অভিনয়ের জন্য পরিচিত, সম্প্রতি আবারও নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।  তার নতুন পোষ্ট ঘিরে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।মোনালিসার সোশ্যাল মিডিয়া উপস্থিতি বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তার গ্ল্যামারাস স্টাইল, কনফিডেন্স ও অনবদ্য ফ্যাশন সেন্স তাকে অন্যান্য অভিনেত্রীদের থেকে আলাদা করে তুলেছে।তার আবেদনময়ী লুক ও স্টাইল স্টেটমেন্ট দেখে ভক্তরা মুগ্ধ।

মোনালিসার জন্মগত নাম অন্তরা বিশ্বাস, তবে অভিনয় জগতে প্রবেশ করার আগে নিজের নাম পরিবর্তন করে অন্তরা থেকে রাখেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসার সঙ্গে ঝুমা বৌদি নামেই পরিচিত।